ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

তিন সিটিতেই এগিয়ে আ.লীগ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৮, ৩০ জুলাই ২০১৮ | আপডেট: ১৯:৩৫, ৩০ জুলাই ২০১৮

তিন সিটি কর্পোরেশন নির্বাচনে এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে আওয়ামী লীগের প্রার্থীরা এগিয়ে রয়েছেন। সিলেট, রাজশাহী ও বরিশাল এই তিন সিটির মধ্যে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে ১৩৮টি কেন্দ্রের মধ্যে ১০০টির ফলাফল পাওয়া গেছে। 

এসব কেন্দ্রের ফলাফলে এ এইচ এম খায়রুজ্জামান (লিটন) পেয়েছেন ১ লাখ ২০ হাজার ৭১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল পেয়েছেন ৫৬ হাজার ৪৪৯ ভোট। এই সিটিতে মোট ভোটার ৩ লাখ ১৮ হাজার ১৩৮। 

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বদর উদ্দিন কামরান ১৩৪টি কেন্দ্রের মধ্যে ৪০টি কেন্দ্রে পেয়েছেন ২৬ হাজার ৭০৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী পেয়েছেন ২৫ হাজার ২৯৬ ভোট। সিলেট সিটি কর্পোরেশনে মোট ভোটার ৩ লাখ ২১ হাজার ৭৩২।   

অপরদিকে, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ১২৩টি কেন্দ্রের মধ্যে ৪১টিতে ৩৭ হাজার ২১৪ ভোট পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। 

আর বিএনপির প্রার্থী মজিবুর রহমান সরোয়ার পেয়েছেন ৫ হাজার ৪০২ ভোট। বরিশাল সিটি কর্পোরেশনে মোট ভোটার ২ লাখ ৪২ হাজার ১৬৬।  

এর আগে সোমবার সকাল ৮টায় রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকাল ৪টায়।   

এসি      

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি